Thursday, 30 July 2015

উইন্ডোজ 10 ইনষ্টল করতে কেমন ক্ষমতা সম্পন্ন হার্ডওয়্যার দরকার আসুন দেখে নেই।

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। গত বুধবার প্রযুক্তি উন্নয়ন সংস্থা মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজ সংস্করণ Microsoft Windows 10 আনুষ্ঠানিক ভাবে বাজারে ছেরেছে।


 মাইক্রোসফট দাবি করেছে উইন্ডোজ 10 সর্বকালের সর্ব শ্রেষ্ঠ অপারেটিং সিস্টেম। তাহলে চলুন দেখে নেই এই অপারেটিং সিস্টেম ইনষ্টল করতে আপনার পিসির কি পরিমান হার্ডওয়্যার রিকুয়ারমেন্টস প্রয়োজন

windows 10 install requirements


 *Processor: 1 gigahertz (GHz) or faster with support for PAE, NX, and SSE2 

*RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)

*Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)

*Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver

our facebook page

No comments:

Post a Comment